fbpx

গুজরাটে ঝুলন্ত সেতু ধসে নিহত অন্তত ৬০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের গুজরাটের মরবিতে একটি ঝুলন্ত সেতু ধসে নদীতে পড়ে গেছেন কয়েক শ মানুষ। এ ঘটনায় অন্তত ৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধসে পড়ার সময় সেতুটিতে আনুমানিক ৫০০ মানুষ ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দিয়েছে এ খবর।

এ ঘটনার পর জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার সময় তিনি গুজরাটেই ছিলেন। সেতু ধসের পর জরুরি কর্মীদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নিয়েছেন স্থানীয় লোকজনও। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

ঐতিহাসিক মরবি সেতুটি অনেক বছরের পুরোনো। সম্প্রতি সেতুটি মেরামতের পর গত ২৬ অক্টোবর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল শতবর্ষী এই ব্রিজ।

Advertisement
Share.

Leave A Reply