fbpx

গুজরাটে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় তাউকতে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে করোনা বিপর্যয়ের মধ্যেই গুজরাটে ধেয়ে আসছে শক্তিশালী ঘুর্ণিঝড় তাউকতে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার রাত আটটার দিকে গুজরাট উপকূলের কাছে আছড়ে পড়বে ঘুর্ণিঝড়টি। এ সময় এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৮০ থেকে ১৯০ কিমি। স্থলভাগে প্রবেশের সময় সমুদ্রের ৩ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বছরের প্রথম ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধিতে উপকূল জুড়ে তাণ্ডবের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সর্তকতা জারি করা হয়েছে গুজরাটসহ মুম্বাই উপকূলেও।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঝড়ের প্রভাবে গত কয়েক দিন ধরেই গুজাটে ভারী বৃষ্টি হচ্ছে। এতে মারা গেছে অন্তত ৬ জন।

ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে মাহারাষ্ট্রের উপকূলীয় এলাকার ১২ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply