fbpx

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত চার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে চারজন নিহত হয়েছেন। আর আগুনে পুড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার কালামপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৫০টির মতো বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রান্না করতে গিয়ে যখন গ্যাসের চুলা জ্বালানো হলো, তখনই আগুন ছড়িয়ে পড়ে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছে ৩০ বছর বয়সী মুন্নি বেগম ও তার স্বামী ৪০ বছর বয়সী মিলন মিয়া এবং তাদের প্রতিবেশী ৩৮ বছর বয়সী ফরহাদ হোসেন ও ৪০ বছর বয়সী আবদুল আউয়াল। এ দূর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, ভোর ৫টার দিকে কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কবিরুল আলম আরো জানান, ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরই আগুন আশপাশের তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভান।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার মামলা করতে চাইলে মামলা নেয়া হবে। ময়নাতদন্ত শেষে লাশগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হবে।

Advertisement
Share.

Leave A Reply