fbpx

গ্রুপ ভিডিও কলের সুবিধা পাচ্ছে টেলিগ্রাম ব্যবহারকারীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এখন থেকে স্মার্টফোন, ডেস্কটপ বা ট্যাবলেট ব্যবহারকারীরা টেলিগ্রাম থেকে গ্রুপ কলে ভিডিও চ্যাটিং করতে পারবেন।  ব্যবহারকারীরা এ ফিচারের মাধ্যমে গ্রুপ ভয়েস কলকে ভিডিও কনফারেন্স কলে রূপান্তর করতে পারবেন।

টেলিগ্রাম এক ব্লগ পোস্টে জানিয়েছে, আপনি যখনই ভয়েস চ্যাট রুম শুরু করবেন, একটি ক্যামেরা আইকন এসে হাজির হবে। তখন আপনাকে ভিডিও কল ‘অন’ করে ওই ক্যামেরায় ট্যাপ করতে হবে।

এই অ্যাপেও ফুলস্ক্রিন ভিডিও চ্যাট করার সুবিধা পাওয়া যাবে। যেখানে কারও ভিডিও ফিড স্ক্রিনে পিন করে রাখা যাবে। এতে ভিডিও কলে অন্য কেউ যোগ করলেও সে ফিডটি সবার সামনে থাকবে।

এ ফিচারের আরেকটি বিশেষ দিক হচ্ছে- কোনো ব্যবহারকারী যদি কলের মাঝে কোনো প্রেজেন্টেশন উপস্থাপন করতে চান, তাহলে সে তার স্ক্রিন অন্যজনের সঙ্গে শেয়ার করতে পারবে।

এন গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়, ব্যবহারকারীরা চাইলে একই সঙ্গে তাদের ক্যামেরা ফিড ও স্ক্রিন শেয়ার করতে পারবেন।

টেলিগ্রাম জানিয়েছে, নতুন এ আপডেটে একত্রে ৩০ জন ব্যবহারকারী ভয়েস কল থেকে ভিডিও কলে যুক্ত হতে পারবেন। তবে শিগগিরই এ সংখ্যা বাড়বে। শুধু তাই নয়, ভয়েস চ্যাটের মাধ্যমে তারা লাইফ ইভেন্টসহ অন্যান্য ফিচার ব্যবহারের সুবিধা যুক্ত করবে বলেও জানিয়েছে।

Advertisement
Share.

Leave A Reply