fbpx

গ্রেপ্তার করা হলো অভিযান ১০ লঞ্চের মালিককে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ‘এমভি অভিযান-১০’ এর মালিক হামজালাল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন খবরটি নিশ্চিত করেছেন।

খন্দকার আল মঈন জানান, হামজালাল কেরানীগঞ্জে এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে ছিলেন। খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে, রবিবার দুপুরে নৌপরিবহন আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম অগ্নিকাণ্ডের ঘটনায় লঞ্চের চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। আগুনে পুড়ে ও নদীতে ঝাঁপ দিয়ে অন্তত ৪২ যাত্রী নিহত হন। এখনো নিখোঁজ আছেন অনেকে।

Advertisement
Share.

Leave A Reply