fbpx

ঘরের বাইরে গেলে কঠোর শাস্তি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লকডাউনের সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে গেলে সেক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সরকার হুঁশিয়ারি দিয়েছে। সারাদেশে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে।

লকডাউন কার্যকর হবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে। এই সময় শুধুমাত্র যারা জরুরি পরিসেবার সাথে যুক্ত থাকবেন তারা ছাড়া কেউ বাইরে যেতে পারবে না। গেলেই কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে মঙ্গলবার (২৯ জুন) রাতে সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপতিতে বলা হয়েছে, লকডাউনের সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রাখা সহ যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলো সরকার কার্যকর করবে। তবে বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশ করা হবে।

লকডাউনের সময় সবাইকে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply