fbpx

চকবাজারে পলিথিন কারখানায় আগুন: নিহত ৬

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর চকবাজারের দেবীদাস ঘাটে ‘ঢাকা প্লাস্টিক’ নামের একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে কারখানাটিতে আগুনে লাগে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

পরে ঘটনাস্থল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আনোয়ার।

তিনি জানান, এখন পর্যন্ত ভবনের নিচতলায় হোটেল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৬টি মরদেহই অগ্নিদগ্ধ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভেতরে আরও মরদেহ রয়েছে কি-না, সে বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি করছেন বলেও জানান তিনি।

যারা মারা গেছেন তারা সবাই পলিথিন কারখানার কর্মী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হবে।

Advertisement
Share.

Leave A Reply