fbpx

চট্টগ্রাম মেডিকেলে ডায়ালাইসিস ফি বৃদ্ধি, রোগী-স্বজনদের বিক্ষোভ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস ফি বাড়ানো হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফি কমানোর দাবিতে কিডনি ডায়ালাইসিস সেন্টারের সামনে রোগী ও স্বজনরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভের কারণে সকাল থেকে বন্ধ রয়েছে সেবা কার্যক্রম।

প্রতিদিন চমেকে ১৫০ জনের বেশি রোগী ডায়ালাইসিস সেবা নিয়ে থাকেন। আর জেলায় কিডনি রোগীর সংখ্যা ২০ লাখের বেশি।

রোগী ও স্বজনরা জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ডায়ালাইসিস ফি বাড়িয়ে দেওয়া হয়েছে। আগের ফি বহালের ঘোষণা না আসা পর্যন্ত এ বিক্ষোভ চলবে।

রোগী ও স্বজনদের দাবি, কোনো কোনো রোগীকে সপ্তাহে আটবারও ডায়ালাইসিস করার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে দুই হাজার ৭শ ৯৫ টাকা করে সপ্তাহে দুই বার নেওয়া হতো। বাকি ছয়বার নেওয়া হতো ৫১০ টাকা করে। এখন ফি বাড়ায় তাদের খরচ বহুগুণ বেড়ে গেছে।

জানা গেছে, কম খরচে উন্নতমানের ডায়ালাইসিস করতে চট্টগ্রাম মেডিকেলে প্রতিদিন ভিড় করেন শত শত কিডনি রোগী।

চমেক ও বেসরকারি সংস্থা সেন্ডো যৌথভাবে ডায়ালাইসিস কার্যক্রম চালাচ্ছে। তবে জানতে চাইলে সেন্ডোর লোকজন এ বিষয়ে কোনও কথা বলেননি।

অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘বিষয়টি নিয়ে কী করা যায় তা দেখা হচ্ছে।’

Advertisement
Share.

Leave A Reply