fbpx

চলে গেলেন অভিনেতা এটিএম শামসুজ্জামান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মৃত্যুবরণ করেছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০মিনিটে রাজধানীর সূত্রাপুরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেতার পারিবারিক সূত্র খবরটি নিশ্চিত করেছেন।

এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা শেষ হয়েছে। শনিবার বাদ জোহর নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে তার প্রথম জানাজা হয়।

দ্বিতীয় জানাজা আসরের পর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে তাঁর বড় ছেলের পাশে তাঁকে দাফন করা হবে বলে পরিবার থেকে জানানো হয়।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার বরেণ্য এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এর আগে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাঁকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হলেও শুক্রবার বিকেলে বাসায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরেই তিনি পরিপাকতন্ত্রের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা, চিত্রনাট্যকার এটিএম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন।

১৯৬৫ সালে অভিনেতা হিসেবে তাঁর অভিষেক হলেও ১৯৬১ সালে সিনেমায় তিনি প্রথম কাজ শুরু করেন সহকারী পরিচালক হিসেবে উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমায়। পরবর্তীতে ২০০৯ সালে এটিএম শামসুজ্জামান ‘এবাদত’ নামে তাঁর প্রথম সিনেমা পরিচালনা করেন।

বরেণ্য অভিনেতার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Advertisement
Share.

Leave A Reply