fbpx

চসিক নির্বাচন : ৪৮ ঘণ্টার মধ্যে বিজয় মিছিল করা যাবে না

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো মিছিল, সমাবেশ বা বিজয় মিছিল করা যাবে না। যারাই জয়ী হোক, কোনো প্রকার বিজয় মিছিল করার সুযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

নির্বাচন বিধিমালা অনুযায়ী এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও জানান তিনি।

২৬ জানুয়ারি মঙ্গলবার দামপাড়া পুলিশ লাইন্সে নির্বাচন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

চসিক নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে সিএমপি কশিনার বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকি এড়াতে নগরীর বিভিন্ন এলাকায় আমরা চেকপোস্ট করেছি। এর ফলাফল আমরা পেয়েছি। চেকপোস্টের কারণে বলার মতো তেমন কোনো ঘটনা ঘটেনি।’

নির্বাচনকে ঘিরে সব রকমের সহিংসতা এড়াতে বহিরাগতদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচনের দিন যেহেতু সরকারি কর্মদিবস, তাই অনেকে কর্মস্থলে যাবেন। ভোটারদের পাশাপাশি তাদেরকেও জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছেন সিএমপি কমিশনার।

Advertisement
Share.

Leave A Reply