fbpx

‘চাপে পড়ে নয়, মানবিকতা থেকেই ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের একটি রেজুলেশনে ভোট না দিলেও এ সংক্রান্ত আরেকটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। ওই রেজুলেশনে ১৪০টি দেশ পক্ষে ভোট দেয়, ৩৮টি দেশ ভোটদানে বিরত ছিল এবং পাঁচটি দেশ বিপক্ষে ভোট দেয়।

২৫ মার্চ (শুক্রবার) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংবাদমাধ্যমে এ কথা জানান। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রেজুলেশনের পক্ষে ভোট দেওয়ার মূল কারণ হচ্ছে মানবিকতা। বাংলাদেশ সারা বিশ্বে মানবিক দেশ হিসেবে সুপরিচিত। যে কোনো যুদ্ধে সাধারণ নাগরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং এটি আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই জানি।’

এসময় জাতিসংঘের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘জাতিসংঘের রেজুলেশনে বলা হয়েছে, যারা নির্যাতিত এবং আহত হয়েছে তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য। যেহেতু আমরা চাই, যারা নির্যাতিত হয়েছে তারা সব ধরনের সুবিধা পাক, সেই জন্য আমরা এ রেজুলেশনে রাজি হয়েছি।’

জাতিসংঘে পশ্চিমা দেশের পক্ষ থেকে একটি এবং দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে আরেকটি রেজুলেশন এসেছিল এবং দুটোই মানুষের মঙ্গলের জন্য আনা হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, কিন্তু সাউথ আফ্রিকার রেজুলেশন পর্যাপ্ত সমর্থন না পাওয়ার কারণে ভোট দেওয়া হয়নি।’

জাতিসংঘের এবারের প্রস্তাবে ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪০টি রাষ্ট্র এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এছাড়া, বিপক্ষে ভোট দিয়েছে ৫টি দেশ এবং ভোট দেওয়া থেকে বিরত ছিল ৩৮টি দেশ।

Advertisement
Share.

Leave A Reply