fbpx

চালকদের যেসব দাবি মেনে নিল উবার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চালকদের জন্য সুবার্তা নিয়ে নিজেদের অ্যাপে বেশ কিছু আপডেট এনেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। যেখানে চালকদের দীর্ঘদিনের প্রতীক্ষিত কিছু দাবির প্রতিফলন দেখা যাবে।

সোমবার এক ঘোষণায় উবার জানিয়েছে, চালকরা এখন থেকে রাইড শুরুর আগে যাত্রীর গন্তব্য এবং অর্থ পরিশোধের পদ্ধতি অ্যাপে দেখতে পাবেন।

এছাড়া আগামী দিনে আরও কিছু নতুন ‘ইনসেনটিভ’ ও ‘অফার’ নিয়ে আসবে বলেও জানিয়েছে এই সংস্থা।

দীর্ঘদিন ধরে উবার চালকদের বিরুদ্ধে রাইড বাতিল করার অভিযোগ ছিল। অন্যদিকে চালকদের অভিযোগ, তারা রাইড গ্রহণ করার আগে গন্তব্য এবং অর্থ পরিশোধের পদ্ধতি দেখতে পান না। এজন্যই তারা রাইড বাতিল করতে বাধ্য হতেন।

Advertisement
Share.

Leave A Reply