fbpx

চীনের ডিম পাড়া পাহাড়!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঘোড়ায় ডিম না পাড়লেও বাগধারায়, প্রবাদে শুনেছেন এর কথা। তাই বলে পাহাড়ের ডিম পাড়ে! হতে পারে এমন?

এমনই এক পাহাড় রয়েছে চীনে গুউঝু প্রদেশে। স্থানীয় নাম ‘চান দান ইয়া’। যার অর্থ ডিম পাড়া পাহাড়। সত্যি কি এই পাহাড়ে ডিম পাড়ে? কেমন দেখতে? ভেজে খাওয়া যায়? – নিশ্চয়ই এমন প্রশ্নই ঘুরছে সবার মনে।

আসলে, ওই পাহাড়ের অনেক পাথরের জন্ম নেয়। যেগুলো দেখতে ডিম্বাকৃতির, গোল ও মসৃণ হওয়ায় এদের ঠিক ডিমের মতই দেখতে লাগে। তাই এর নাম হয়েছে ডিম পাড়া পাহাড়।

পাথর গুলো লম্বায় ৯ ফুট আর চাওড়ায় প্রায় ৬৫ ফুট হয়ে থাকে। পাহাড়ে এমন একটি পাথর হতে সময় লাগে ৩০ বছর। এরপর তা ধীরে ধীরে পরিনত হয়ে পাহাড়ের পাদদেশে এসে জমা হয়।

ভূতত্ত্ববিদরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পাথরগুলো এমন আকার ধারণ করছে। এই পর্বতটি পাললিক শিলা দিয়ে গঠিত। তবে যে অংশে এমন ডিম্বাকৃতির পাথর হয় সেই অংশটি গঠিত হয়েছে চুনাপাথর দিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, চুনাপাথর নরম হওয়ায় তা ক্ষয় হয়ে ধীরে ধীরে ডিমের আকার ধারণ করে।

পাহাড়টি দেখদে দূর-দূরান্ত থেকে ভীড় করছেন পর্যটকরা। তবে অতি লাভের আশায় স্থানীয় অনেকে ব্যবসায়ী নাকি ডিম্বাকৃতির পাথরগুলোকে চড়া দামে বিক্রি করে দিচ্ছে। আবার ডিম গুলো বড় হয়ে খসে পড়ার আগেই তা চুরি হয়ে যাচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply