fbpx

চীনের ভ্যাকসিনের অনুমোদন দিল ডব্লিউএইচও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি সিনোফার্মের তৈরি করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।

শুক্রবার ভ্যাকসিনটির অনুমোদন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস অ্যাধানম গ্যাব্রিয়াসুস। তিনি বলেন, বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি দল ১৮ বছরের বেশি বয়সীদের জন্য এই ভ্যাকসিনের দুই ডোজ সুপারিশ করেছেন।

পশ্চিমা দেশগুলোর বাইরে উদ্ভাবিত এটাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া প্রথম ভ্যাকসিন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

চীনের দুটি কোম্পানির তৈরি ভ্যাকসিনের কয়েক কোটি ডোজ এরই মধ্যে দেশটিতে এবং বিশ্বের ৪৫টি দেশে দেওয়া হয়ে গেছে।

বিশ্বের অর্ধশতাধিক দেশ এরই মধ্যে সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply