fbpx

চুয়েট, কুয়েট ও রুয়েটে ভর্তি পরীক্ষা আজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের সরকারি তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ তিন বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়গুলোর নিজ নিজ ক্যাম্পাসে এ পরীক্ষা শুরু হবে।

এবারের সমন্বিত ভর্তি পরীক্ষায় চুয়েটের ৯০১টি, কুয়েটে ১ হাজার ৬৫টি এবং রুয়েটে ১ হাজার ২৩৫টিসহ ৩,২০১টি আসনের বিপরীতে মোট ২৫ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। চুয়েট কেন্দ্রে ৮ হাজার ৫০০ জন, কুয়েট কেন্দ্রে ৭ হাজার ৯৪৭ জন এবং রুয়েট কেন্দ্রে ৯ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশ নেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১২ জুন এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে প্রথম দফায় ১২ আগস্ট দিন ঠিক করা হয়। কিন্ত তখনও সংক্রমণ না কমায় পরীক্ষার তারিখ ফের পেছানো হয়।

এবারও গুচ্ছ পদ্ধতির এ পরীক্ষা আগের মতোই হবে। তবে নম্বর কিছুটা কমানো হবে। সাধারণ প্রকৌশল বিভাগে ৫০০ নম্বর এবং স্থাপত্য বিভাগে অঙ্কনে ১০০-সহ ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Advertisement
Share.

Leave A Reply