fbpx

চেয়েও মিললো না ঋণ, তাই ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঋণের আবেদন করে সেটি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে একটি ব্যাংকের শাখায় আগুন লাগিয়ে দিয়েছেন ভারতীয় এক নাগরিক। দেশটির কর্নাটক রাজ্যে এ ঘটনা ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার রাতে রাজ্যটির হাভেরি জেলার হেডিগোন্ডা এলাকায় কানারা ব্যাংকের একটি শাখায় এ ঘটনাটি ঘটেছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ওয়াসিম হযরাতসাব মোল্লা (৩৩) নামের রাঠেল্লি শহরে এক বাসিন্দা ঋণ চেয়ে ব্যাংকের নিকট একটি আবেদন জমা দিয়েছিলেন, কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ব্যাংক তার আবেদন প্রত্যাখ্যান করে।

এ ঘটনায় হতাশ ও মর্মাহত মুল্লা শনিবার রাতে ব্যাংকের একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারপর সঙ্গে আনা পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়।

পথচারীরা ধোঁয়া দেখতে পেয়ে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয়। দমকল কর্মীরা হাভেরি থেকে এসে আগুন নেভানোর আগেই ব্যাংকের ক্যাশ কাউন্টার ও কেবিন, কয়েকটি সিসিটিভি, পাঁচটি কম্পিউটার, পাসবুক প্রিন্টার, স্ক্যানার, ক্যাশ-কাউন্টিং মেশিন, ফ্যান, লাইট, নথিপত্র এবং অন্যান্য আসবাবপত্রসহ প্রায় ১২ লাখ টাকার জিনিসপত্র পুড়ে যায়।

আগুন দেওয়ার পর মোল্লা এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের  হাতে তুলে দেয়।

এ ঘটনায় একটি মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
Share.

Leave A Reply