fbpx

জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধান করা হবে: আতিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সকলের সমন্বিত প্রচেষ্টায় জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যার সমাধান করা হবে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন অঞ্চলগুলোতে হবে নব দিগন্তের সূচনা, এমনটাই জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

সোমবার বিকালে গুলশানের নগর ভবনে ডিএনসিসির নতুন ১৮ টি ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসণে করণীয় নির্ধারণ লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, ‘ইতোমধ্যে বর্ধিত মহানগরীর নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক, অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও উন্নয়নে প্রায় ৪ হাজার ২৬ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ডিএনসিসি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিস্কার কার্যক্রম শুরু হয়েছে, জনগণের সহায়তায় তা অব্যাহত থাকবে।‘

এবছর জলাবদ্ধতায় নগরবাসীকে ভুগতে হয়নি মন্তব্য করে ডিএনসিস মেয়র বলেন, ‘অন্যান্য বছর সামান্য বৃষ্টিতেই ডিএনসিসির বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ডুবে যেতো, জলজটে নগরবাসীকে অনেক ভোগান্তি পোহাতে হতো। কিন্তু এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিতেও নগরবাসীকে জলজট সমস্যায় ভুগতে হচ্ছেনা। পহেলা জুন ঢাকায় প্রায় ৩ ঘন্টা সময় ধরে রেকর্ড ৮৫ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হলেও দ্রুততম সময়ের মধ্যেই নগরবাসীকে জলজট থেকে মুক্ত করা সম্ভব হয়েছে।‘

নতুন ওয়ার্ডগুলোতে সব সুবিধা নিশ্চিতে কাজ করা হচ্ছে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ‘নতুন ও পুরাতন উভয় অঞ্চলের জলাবদ্ধতা সমস্যা সমাধানের লক্ষ্যেই সাধারণ ও সংরক্ষিত মোট ৭২ জন কাউন্সিলরের প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে থোক বরাদ্দ প্রদান করা হয়েছে।‘

এসময় করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

Advertisement
Share.

Leave A Reply