fbpx

জানুয়ারির শুরুতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: দীপু মনি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রতি বছরের ন্যায় এ বছরও জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ বিষয়ে সব ব্যবস্থা মন্ত্রণালয় নিয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী।

দীপু মনি বলেন, ‘এই সময়ে বই দিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। কাগজ কল, ছাপাখানার লোকদের সঙ্গে কথা বলেছি। সেসব কথা বলার ভিত্তিতেই বলছি, আমরা সময়মত বই দিতে পারব আশা করি।

কয়েকটি ছাপাখানা সময়মত বই দিতে না পারায় এ বছরও কিছু সমস্যা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ‘এবারও দেরিতে দরপত্র হওয়ায় ২০২৩ সালের প্রথম দিন বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে ডলারের দাম বেড়ে যাওয়ায় কাগজের বাজারেও অস্থিরতা চলায় ছাপাখানা মালিকরাও বলছেন, ঠিক সময়ে বই পাওয়া যাবে না।’

তবে দীপু মনি আশা করছেন, সময়মত প্রাক প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিকের বই পেতে সমস্যা হবে না।

সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাগজের জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববাজারে কাগজের দাম বেড়েছে। নানা বিষয় আছে। টেন্ডার প্রক্রিয়া নানা কারণে বিলম্বিত হয়েছে। বিদ্যুৎ, আশা করছি লোড শেডিং কমে যাবে। কিছু সমস্যা তো আছেই। এটাও ঠিক গত দু’বছরও করোনাভাইরাসের মধ্যে আমরা সময়মত বই দিয়েছি। এবারও আশা করছি ১ তারিখে (জানুয়ারি) দিতে পারব।’

Advertisement
Share.

Leave A Reply