fbpx

জাপানে রানওয়েতে দুই উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় নিহত ৫

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের সাথে সংঘর্ষে দেশটির উপকূলরক্ষী বাহিনীর এক বিমানের অন্তত পাঁচ আরোহী নিহত হয়েছেন। জাপানের পরিবহনমন্ত্রী এ কথা জানিয়েছেন।

জাপানের পরিবহনমন্ত্রী তেতসুয়ো সেইতো বলেছেন, কোস্ট গার্ডের উড়োজাহাজ থেকে পাওয়া তথ্যমতে উড়োজাহাজটির ক্যাপ্টেন বের হতে পেরেছেন। তবে উড়োজাহাজের পাঁচজন আরোহী নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে জাপান এয়ারলাইন্সের বিমানের সাথে উপকূলরক্ষী বাহিনীর বিমানের সংঘর্ষের পরপরআগুন ধরে যায়। উড়োজাহাজের ৩৭৯জন আরোহীর সবাই নিরাপদে বেরিয়ে যান।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বিমানের যাত্রীরা নিরাপদে বেরিয়ে গেলেও কোস্ট গার্ডের উড়োজাহাজের পাঁচজন ক্রু নিহত হয়েছেন। উড়োজাহাজে মোট কতজন আরোহী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাপান কোস্ট গার্ড বলেছে, তাদের উড়োজাহাজটি ত্রাণ নিয়ে ভূমিকম্প কবলিত এলাকায় যাচ্ছিল। টোকিওর হানেদা বিমানবন্দর থেকে জাপানের পশ্চিম উপকূলের নিইজাতা বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার কথা ছিল উড়োজাহাজটির।

Advertisement
Share.

Leave A Reply