fbpx

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান এখন ঢাকায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে দ্বিতীয় চালানে জাপান থেকে আরও সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে দেশে।

আজ শনিবার (৩১ জুলাই) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় চালানের এই টিকা দেশে এসে পৌঁছায়।

টিকা গ্রহণ করতে এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমসহ অন্য কর্মকর্তারা।

গত ২৪ জুলাই জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ করোনার টিকা পায় বাংলাদেশ। এ নিয়ে জাপানের কাছ থেকে বাংলাদেশ ১০ লাখেরও বেশি ডোজ টিকা পেল। এছাড়া, আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও প্রায় ছয় লাখ টিকা আসার কথা রয়েছে।

উল্লেখ্য, কোভ্যাক্স সুবিধার আওতায় অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।

Advertisement
Share.

Leave A Reply