fbpx

জাবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগস্টে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বর্তমান রুটিন উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলমের সভাপতিত্বে ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

কমিটি জানিয়েছে, আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয় পরিষদের সভার পর সময়সূচি চূড়ান্ত করা হবে।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনা কমিটির সচিব আবু হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, সিন্ডিকেট সভায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। সভায় ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ১৮ মে থেকে ১৬ জুন এবং ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত।

Advertisement
Share.

Leave A Reply