fbpx

জিমেইলে ভিডিও কল করবেন যেভাবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার কারণে বিশ্বব্যাপী জিমেইলের ব্যবহার বেড়েছে বহুগুণ। ঘরের শোবার ঘর থেকে শুরু করে অফিসের বসের কাজ- সবই সারতে হয় গুগলের এই পরিষেবায়।

গুগল মিট, জুম মিটিং থেকে শুরু করে সব কাজই এখন জিমেইল নির্ভর হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় ভয়েস কল ও ভিডিও কল করার সুবিধা চালু করে জিমেইল।

যেখানে ভয়েস কল করার ক্ষেত্রে গুগল মিট ব্যবহার করতে হবে না। মেইল খুলে রাখলেও ভিডিও কল করা যাবে। এই ফিচারে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তা ডায়াল করলেই তার ফোনে রিং হবে। আর যে কোনো স্মার্টফোন থেকেই এই কলের উত্তর দেওয়া যাবে।

তাহলে চলুন, কীভাবে জিমেইলে ভিডিও কল করতে পারবেন, সেটা জেনে নিই।

১  প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্ট খুলুন।
২ মিট সেকশন থেকে নিউ মিটিং-এ ক্লিক করুন।
৩ লিঙ্ক বা ইমেলের মাধ্যমে মিটিং আমন্ত্রণ পাঠাতে, সেন্ড ইনভাইট ক্লিক করুন।
৪  মিটিংয়ে যোগ দিতে ‘জয়েন নাও’-এ ক্লিক করুন।
৫ মিটিং থেকে বের হতে ‘লিভ নাও’-এ ক্লিক করুন।

আর কেউ যদি ভিডিও কলে নিমন্ত্রণ পাঠায়, তাহলে জয়েন করতে –
১. আপনার জিমেইল অ্যাকাউন্ট খুলুন।
২.  নিচের বাম দিকে থাকা আসন্ন ভিডিও কলের লিঙ্কে ক্লিক করুন।
৩.  মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন।
৪. মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।

সূত্র: গুগল ডটকম

Advertisement
Share.

Leave A Reply