fbpx

জুনের শেষ সপ্তাহে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বছরের জুন মাসের শেষের দিকে হতে পারে এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার সময়সূচি ঠিক করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে জুনের শেষ সপ্তাহের যে কোনদিন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করতে চাই। সে অনুযায়ী সম্ভবত তিনটা তারিখ প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হবে। পরীক্ষার খসড়া রুটিন এখনও তৈরি করা হয়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে। খসড়া রুটিন তৈরির পর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় অনুমোদন দিলে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, করোনা মহামারীর আগে সাধারণত প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা শুরু হতো। কিন্তু করোনার কারণে এ রীতিতে ব্যাঘাত ঘটে। তবে ধীরে ধীরে পরীক্ষা স্বাভাবিক সময়ে নিয়ে আসার চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়।

Advertisement
Share.

Leave A Reply