fbpx

জেলা পর্যায়ে প্রথম ধাপে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২২ এপ্রিল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিভাগীয় পর্যায়ের পরিবর্তে জেলায় জেলায় আগামী ২২ এপ্রিল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই ধাপে মোট ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২২ এপ্রিল প্রথম ও মে মাসে দ্বিতীয় ধাপে পরীক্ষা সম্পন্ন হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া হচ্ছে না। এটা সবাই চাইছেন না। যদিও জেলা পর্যায়ে পরীক্ষা নেওয়া কিছুটা চ্যালেঞ্জ রয়েছে, তবুও নিতে হবে। জেলা প্রশাসকরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন। ফলে জেলা পর্যায়ে সমস্যা হবে না।’

তিনি আরও বলেন, ‘আগামী ২২ এপ্রিল প্রথম ধাপের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে। আর দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে মে মাসে। মোট দুই ধাপে পরীক্ষা নেওয়া শেষ হবে।’

এর আগে চলতি এপ্রিলের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং উত্তীর্ণদের জুলাইয়ে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে নানা জটিলতায় শেষ পর্যন্ত মন্ত্রণালয় সে সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়।

Advertisement
Share.

Leave A Reply