fbpx

টাইগারদের পারফরম্যান্সে হতাশ নির্বাচক প্যানেল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ দলে হতশ্রী পারফরম্যান্সে নির্বাচক প্যানেল হতাশ বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার বাছাই করা খেলোয়াড়দের এমন পারফরম্যান্সে হতাশা লিপু নিজেও।

শনিবার (২৫ মে) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিপু বলেন, ‘এটা খুবই পেইনফুল, দুঃখজনক, হতাশার। ক্রিকেটাররা সঠিক সময়ে নিজেদের সঠিকভাবে ব্যবহার করতে না পারার ব্যর্থতাটা… বিপুল সংখ্যক দর্শক ক্রিকেট অন্তঃপ্রাণ। অনেকেই সাংঘাতিকভাবে হতাশ। পারফরম্যান্সও করেছে হতাশাজনক।’

তবে বিশ্বকাপের আগে ঘুরে দাঁড়াবে দল আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা সময় পাব। প্রস্তুতি ম্যাচও খেলব। প্রত্যেক খেলোয়াড়, দল, দেশ, মানুষ আশা রাখছে দল যেন ভালো করে। এই প্রত্যাশা থাকবে। আমার বিশ্বাস, যে কয়দিন ট্রেনিংয়ের সুযোগ পাব সাথে দুটি ওয়ার্ম আপ ম্যাচ, সেখানে ভালো উইকেটে খেলার সুযোগ পাব। আমার বিশ্বাস তারা আস্থার জায়গা ফিরে পাবে।’

লিপুর মতে, ‘ফর্ম যথেষ্ট ভালো নাও হতে পারে তবে আস্থার জায়গা অর্জন করতে পারবে। যদিও প্রতিপক্ষ ভারত, অনেক শক্তিশালী দল। তারপরও যে দুই ভেন্যুতে বিশ্বকাপ ম্যাচ আছে সেই দুই ভেন্যুতেই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাব। এই ভেন্যুর চেয়ে অনেক ভালো উইকেট হবে।’

Advertisement
Share.

Leave A Reply