fbpx

টিকটকে বানানো যাবে ১০ মিনিটের ভিডিও!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিজেদের আয় বাড়াতে ভিডিওর দৈর্ঘ্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীনের বাইটড্যান্সের মালিকানাধীন কোম্পানি টিকটক। গত বছর তাদের ভিডিওর দৈর্ঘ্য ছিল ১ মিনিটি। তখন সেটিকে তারা বাড়িয়ে ৩ মিনিট করে। এবার এই সময় বেড়ে ১০ মিনিট করার উদ্যোগ নিয়েছে চীনা এই টেক জায়ান্ট।

ভিডিওর দৈর্ঘ্য বাড়ানোর মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ তৈরি করতে চাইছে তারা। ফলে কনটেন্ট ক্রিয়েটরদের পাশাপাশি নিজেদেরও আয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেক টাইমস এমনটি জানিয়েছে।

বছরর শুরুরে যখন ৩ মিনিট দৈর্ঘ্যের ভিডিও প্রচার শুরু করে টিকটক, তখন থেকেই সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর আগস্ট থেকে ভিডিও ধারণের সময় ৫ মিনিট করতে কাজ শুরু করে টিকটক।

তবে সেই ফিচার উন্মুক্ত করার আগেই ভিডিওর ধারণের সময় সর্বোচ্চ ১০ মিনিট করার উদ্যোগ নিয়েছে টিকটক কর্তৃপক্ষ। কিছু ব্যবহারকারীকে সেটি পরীক্ষামূলকভাবে ব্যবহারও করতে দেয়া হচ্ছে ।

দ্য ওয়্যারডের খবর অনুযায়ী, এরই মধ্যে অল্প কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে ১০ মিনিটের ভিডিওর পরীক্ষা চালানো হয়েছে। টিকটকের এক মুখপাত্র তাদের এ তথ্য নিশ্চিত করেছে।

টিকটক বলছে, যদি ভিডিওর সময়সীমা বাড়ে, তাহলে তাদের আয়ও বাড়বে। কারণ তখন বেশি বিজ্ঞাপন দেখা যাবে। এতে শুধু টিকটকই নয়, বরং ভিডিও নির্মাতাদেরও আয় বাড়বে।

সম্প্রতি অর্ধেকের বেশি ব্যবহারকারীর ওপর এক জরিপ পরিচালনা করেছে টিকটক।  দ্য ওয়্যারডকে টিকটকের ওই প্রতিনিধি জানান, ১ মিনিটের অধিক দৈর্ঘ্যের ভিডিওতে চাপ অনুভব করেন বেশির ভাগ ব্যবহারকারী। কিন্তু প্লাটফর্মটি মনে করছে, তাদের ব্যবহারকারীরা সঠিক নন। ভিডিও দৈর্ঘ্য যত বেশি হবে, ব্যবহারকারীরা তত বেশি লাভবান হবেন।

কারইয়ান স্পেন্সার নামে এক বিশেষজ্ঞ জানান, ৫ মিনিটের ভিডিও চালুতে দর্শকদের ওয়াচটাইম বেড়েছে।১০ মিনিট করা হলে তা আরো বাড়তে পারে।এতে বিজ্ঞাপন প্রদর্শন করা সহজতর হবে।

Advertisement
Share.

Leave A Reply