fbpx

‘টিকা উৎপাদন কারখানা হবে গোপালগঞ্জে’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লকডাউন নয়, টিকা নির্ভরশীল হতে চায় বাংলাদেশ বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে ভ্যাকসিন উৎপাদন করতে চাই আমরা আর এ বিষয়ে চীন ও রাশিয়ার সঙ্গে কথা হচ্ছে। বাংলাদেশে টিকা উৎপাদন কারখানা হবে গোপালগঞ্জে।

২৬ জুন (শনিবার) বিকেলে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ‘দেশে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণেই সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য দেশও কঠোরভাবে লকডাউন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে লকডাউনে অর্থনীতিসহ বিভিন্নভাবে দেশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যতদিন অধিকাংশ মানুষকে টিকার আওতায় না আনা যাচ্ছে ততদিন এর বিকল্প নেই।’

এসময় দেশে কয়েকদিন ধরে মৃত্যু হার বেড়ে গেছে, জেলা গুলোতে মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে। দেশে এখন সংক্রমণের হার প্রায় ২২ শতাংশ জানিয়ে মন্ত্রী বলেন, অথচ দেশে মানুষ এখনও লকডাউন মানতে চায় না। নিয়মিতভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানে না। এ অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।

অতি দ্রুত চীন থেকে টিকা আসছে, তবে কি পরিমাণ টিকা আসছে সে বিষয়ে খোলাসা করেন নি মন্ত্রী। এছাড়া রাশিয়ার সাথেও করোনা ভ্যাকসিন আনার বিষয়ে কথা হচ্ছে বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply