fbpx

টিকিট বিক্রিতে ‘পরাণ’র রেকর্ড ৯ দিনে ভাঙলো ‘সুড়ঙ্গ’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এত বিতর্ক, এত সমালোচনা সব কিছুকে চূর্ণ করে এগিয়ে চলেছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমা। ঈদুল আজহা উপলক্ষে গত (২৯ জুন) মুক্তি পেয়েছে এই ছবি। সেই থেকেই একটার পর একটা রেকর্ড ভেঙেছে আফরান নিশোর বড় পর্দায় অভিষেক ছবি ‘সুড়ঙ্গ’।

মুক্তি পাওয়ার দিনই সব থেকে বেশি ব্যবসা করে অন্যান্য ছবির রেকর্ডকে ভেঙে ফেলেছে। ‘সুড়ঙ্গ’ বক্স অফিসে রাজ করেছে এটা বলাই যায়। এই ছবিতে জনপ্রিয় অভিনেতা আফরান নিশো আর তার বিপরীতে অভিনয় করেছেন আলোচিত অভিনেত্রী তমা মির্জা। এই ছবির হাত ধরে বড়পর্দায় পথচলা শুরু করলেন নিশো। আর তাতেই একটার পর একটা ছক্কা হাঁকাচ্ছেন তিনি।

পরিচালক রায়হান রাফি বলেন, ‘শুধু একটি সিনেমা হল লায়ন সিনেপ্লেক্সে। সুড়ঙ্গ বড় রেকর্ড গড়েছে। কারণ আমার নির্মিত সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ‘পরাণ’ মুক্তি পাওয়ার পর ২০০ দিনে যে পরিমাণ টিকিট বিক্রি করেছিল, ‘সুড়ঙ্গ’ মাত্র ৯ দিনে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। দর্শকদের কাছ থেকে এটা আমার এবং পুরো ‘সুড়ঙ্গ’ টিমের বড় পাওয়া।’

পুরান ঢাকার বাবুবাজার ব্রিজ সংলগ্ন কেরানীগঞ্জে লায়ন সিনেমা হলের আইটি ম্যানেজার ইমরান হোসেন জানান, ‘সুড়ঙ্গ’ সিনেমাটি মুক্তির দিন থেকে গতকাল পর্যন্ত (৯ জুলাই) ৩৮ লাখ ২৩ হাজার ৯০০ টাকার টিকিট বিক্রি করেছে। পরাণ মুক্তির পর (২০০ দিনে) টিকিট বিক্রি হয়েছে ৩৬ লাখ ৫৭ হাজার ৭৫০ টাকা। এছাড়াও হাওয়া সিনেমা মুক্তির দিন থেকে শেষ পর্যন্ত টিকিট বিক্রি বাবদ আয় হয় ৪৫ লাখ ৯৫ হাজার ৩৫০ টাকা।’

তিনি আরও বলেন, ‘এই বিক্রিটাকে বলে কাউন্টার সেল (গ্রস)। আশা করছি হাওয়ার টিকিট বিক্রিকেও ছাড়িয়ে যাবে সুড়ঙ্গ আগামী কয়েকদিনে।’

অস্ট্রেলিয়া ও ভারতের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পাবে শিগগিরই। কারণ সেখানেও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘সুড়ঙ্গ’। পরিচালক রাফিই এসব তথ্য জানিয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply