fbpx

টুইটারে নতুন সিইও নিয়োগ দিলেন ইলন মাস্ক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাইক্রোব্লগিং সাইট টুইটারে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছেন প্রতিষ্ঠানের মালিক ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে টুইটারের নতুন নিয়োগকৃত ওই প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ঘোষণা করেননি মাস্ক। খবর বিবিসি।

অবশ্য নাম ঘোষণা না করলেও ‘টুইটার বস’ হিসেবে যে একজন নারী আসতে চলেছেন তা পরিষ্কার করে দিয়েছেন তিনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওই নারী সিইও দায়িত্ব নিতে যাচ্ছেন। আর মাস্ক থাকবেন এক্সিকিউটিভ চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে।

এক টুইটে মাস্ক বলেন, ‘আমি স্পেসএক্স ও টুইটারের জন্য একজন নতুন সিইও নিয়োগ দিয়েছি ঘোষণা দিতে পেরে উচ্ছ্বসিত। তিনি (She) আনুমানিক ছয় সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন।’

অবশ্য মাস্ক নাম সামনে না আনলেও প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে, কমকাস্ট এনবিসিইউনিভার্সাল’র এক্সিকিউটিভ লিন্ডা ইয়াকারিনো টুইটারের সিইও পদে কাজের জন্য আলোচনায় রয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply