fbpx

টেলিটকের ফাইভজি প্রকল্প স্থগিত, ফোরজি শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মোবাইল অপারেটর টেলিটকের ফাইভজি প্রকল্প স্থগিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে অপারেটরটির ফোরজি প্রকল্প আরও শক্তিশালী করার নির্দেশ দেন তিনি। কৃচ্ছ্রসাধনের জন্যই প্রকল্পটি অনুমোদন দেয়া হয়নি বলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় জানান সরকারপ্রধান।

মঙ্গলবার (২ আগস্ট) আগারগাঁওয়ের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মনে করেন টেলিটকের ফাইভজি প্রকল্প এখনই দরকার নেই। বাংলাদেশের সব জায়গায় আগে ফোরজি সেবা নিশ্চিত করা দরকার। শুধু টেলিটককে নয়, সব মোবাইল অপারেটরকে বলেছেন ফোরজির আওতা বাড়াতে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু সরকার কৃচ্ছ্রসাধন করছে এবং টেলিটকের ফাইভজি প্রকল্পের বড় অংশই আমদানিনির্ভর, তাই ডলার ব্যবহারের ওপর চাপ কমাতেই প্রকল্পটি বাদ দেয়া হয়েছে।’

আপাতত দেশে ফাইভজি কাভারেজের চেয়ে ফোরজির পরিধি বাড়ানো জরুরি। সেই আঙ্গিকে মোবাইল অপারেটরদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানান এম এ মান্নান।

একনেক সভায় ২ হাজার ৭ কোটি টাকা ব্যয়ে সাতটি প্রকল্প অনুমোদিত হয়।

Advertisement
Share.

Leave A Reply