fbpx

ডিমের দাম বেশি নেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কুমিল্লায় ৪২ থেকে ৪৫ টাকার একহালি ডিম ৫১ টাকা দরে বিক্রি করায় আমানা সুপারসপ‌কে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৯ আগস্ট) কুমিল্লার বাদুরতলা এলাকার ওই সুপারসপকে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম।

এ বিষয়ে তিনি জানান, ‘বর্তমান পরিস্থিতিতে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে। ৪২ থেকে ৪৫ টাকার একহালি ডিম ৫১ টাকায় বিক্রির দায়ে আমানা সুপারসপ‌কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অযৌক্তিক দামে আলু বিক্রি করায় রানীর বাজার এলাকার চৌধুরী ট্রেডার্স‌কে এক হাজার টাকা এবং মু‌মি‌নের সবজির দোকান‌কে ৫০০ টাকাসহ মোট তিনটি প্রতিষ্ঠান‌কে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় ওইসব এলাকার অন্যান্য সুপারসপ, ডিম ও মুরগীর বাজা‌রে তদারকি কার্যক্রম চালা‌নো হয়।’

তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের সতর্ক করেছি যেন ভোক্তার অধিকার হরণের চেষ্টা করা না হয়। অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও তাদের জানানো হয়েছে।”

Advertisement
Share.

Leave A Reply