fbpx

ডিসেম্বর থেকে দেশে লোডশেডিং থাকবে না

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিদ্যুতের চলমান লোডশেডিং পরিস্থিতি সাময়িক। আগামী ডিসেম্বর থেকে দেশে লোডশেডিং থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তড়িৎকৌশল বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

ডিসেম্বর থেকে এমন পরিস্থিতি থাকবে না উল্লেখ করে পিডিবি চেয়ারম্যান বলেন, দেশে ডলারের সংকট আছে, সঙ্গে আছে জ্বালানি সংকট। তবে শীতে বিদ্যুতের চাহিদা কমে আসবে। পাশাপাশি কয়লা বিদ্যুৎকেন্দ্রও চালু হবে।

জ্বালানি সংকটে এখন অন্তত এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। তবে সামনে জ্বালানি সংকট কেটে গেলে বিদ্যুৎ উৎপাদন বাড়বে বলেও জানান তিনি।

মাহবুবুর রহমান বলেন, এখন সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা বেশি। শিল্পায়নের কারণে ২০৩০ সালের পর দুপুর থেকে বিকেল পর্যন্ত চাহিদা বাড়বে। বিষয়গুলো বিবেচনায় রেখে মহাপরিকল্পনা করা হচ্ছে। সে ক্ষেত্রে বড় সমাধান হতে পারে সৌর বিদ্যুৎ। এর ফলে ভবিষ্যতে জ্বালানি ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে না।

Advertisement
Share.

Leave A Reply