fbpx

ডেঙ্গু রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়ালো

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘন্টায় আরও ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে ৮ মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৩। এর মধ্যে ৭৭০ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ঢাকার বাইরে রয়েছেন ১৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ১৪০ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে পাঁচজন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৮ হাজার ৯৬ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ১৩২ জন। তাদের মধ্যে ঢাকায় সর্বমোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৮০৫ জন এবং ঢাকার বাইরে সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৩২৭ জন।

Advertisement
Share.

Leave A Reply