fbpx

ড্রাইভিং কোর্স ফি বাড়াল বিআরটিসি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ড্রাইভিং কোর্সের ফি বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। বিআরটিসি পরিচালিত প্রতিটি কোর্সের ফি বাড়ানো হয়েছে ৫০০ থেকে ২০০০ টাকা।

মঙ্গলবার (১১ জুলাই) বিআরটিসির মহাব্যবস্থাপক মেজর মো. নিজাম উদ্দিন  স্বাক্ষরিত এক আদেশে এ  তথ্য জানানো হয়। এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পরিচালনা পর্ষদের ২৯৫ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশে বলা হয়, বেসিক ড্রাইভিং (ভারী) আট সপ্তাহের কোর্সের ফি ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে এবং আপ-গ্রেডিং ড্রাইভিং (ভারী) চার সপ্তাহের কোর্সের ফি আগের থেকে এক হাজার টাকা বাড়িয়ে ৫ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

এছাড়াও বেসিক ড্রাইভিং (হাল্কা) চার সপ্তাহের কোর্সের ফি ২ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ৮ হাজার টাকা। আপ-গ্রেডিং ড্রাইভিং (হালকা) দুই সপ্তাহের কোর্সের ফি ছিল ৩ হাজার ৫০০ টাকা। এখন থেকে এই কোর্সে খরচ হবে পাঁচ হাজার টাকা। ওরিয়েন্টেশন এক সপ্তাহের কোর্সের ফি ৫০০ টাকা থাকলেও বর্তমানে সেটি বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply