fbpx

তবে কি ইচ্ছে করেই ফলোয়ার কমিয়েছিল ফেসবুক?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বুধবারের সকালটা অন্য দিনের সকালের তুলনায় বেশ খানিকটাই আলাদা। কেননা সুনামির তাণ্ডবের মতোই ভেসে গেছে মার্কিনী টেক জায়ান্ট ফেসবুকের ফলোয়ার সংখ্যা। লাখ লাখ অনুসারী নিয়ে যারা ফেসবুক রাজ্যে রীতিমত বুক ফুলিয়ে শাসন করে বেড়াতেন, রাতারাতি তাদের সেই সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। সৈন্য সামন্ত হারিয়ে এই সকল রাজারা হয়ে গেছেন পথের ভিখিরী। এমনকি বাদ যাননি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও। যেখানে তার কয়েক মিলিয়ন ফলোয়ার ছিল, এখন তা মাত্র ৯ হাজার ৯২৩ জনে এসে ঠেকেছে।

পৃথিবীর বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীদের ফলোয়ার সংখ্যা কয়েকদিন আগে কমলেও বুধবার বাংলাদেশের ব্যবহারকারীদের নজরে আসে এটি। তোলপাড় শুরু হয় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশে বা দেশের বাইরে যারাই এই সুনামির কবলে পড়েছেনে, তারা সবাই জনপ্রিয় ব্যক্তি, মিডিয়া সেলিব্রেটি বা ফেসবুকে তাদের ফলোয়ার আছে অন্তত ১০ হাজারের বেশি।

ঠিক কী কারণে ফলোয়ারের সংখ্যা কমেছে, এ নিয়ে এখন পর্যন্ত কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি ফেসবুক। একাধিক প্রযুক্তিবিষয়ক সাইটের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার জন্য সম্ভবত একটি বাগ বা ত্রুটি দায়ী থাকতে পারে।

স্যাটলকএক্সপ্রেস ডটকম নামে একটি প্রযুক্তি সাইট বলছে, “ফেসবুকের একটি বাগের কারণে রাতারাতি লোকজনের লাখ লাখ ফলোয়ার নেই হয়ে গেছে।”

গ্রাউন্ডরিপোর্ট নামে অপর এক সাইট বলছে, “ফেসবুকের এক ভুলের কারণে, লোকজনের লাখ লাখ ফলোয়ার হারিয়ে গেছে ফেসবুক থেকে।”

অনেকে আবার বলছেন, ফেসবুক ফেক বা পেইড ফলোয়ার কমাতে সাড়াশি অভিযান পরিচালনা করছে।

ফেসবুকে ফলোয়ার সংখ্যা কমার ঘটনা নিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক আরও ৫ দিন আগে সংবাদ প্রকাশ করেছে। যেখানে বলা হয়, ফেক ও বট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণেই এমনটি ঘটে থাকতে পারে। এ নিয়ে ফেসবুককে প্রশ্ন করা হলেও মেলেনি কোনো উত্তর।

তবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন সন্দেহজনক বট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগের তিন মাসে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে এই টেক জায়ান্ট।

কিন্তু প্রশ্ন থেকেই যায়, আসলেই ফেসবুকের ফলোয়ার সংখ্যা কমেছে কি-না। কেননা জাকারবার্গের ফলোয়ার সংখ্যা তার অ্যাকাউন্টের পোস্ট পেজে ১০ হাজারের কম দেখালেও ফলোয়ারের বিস্তারিত লিংকে ট্যাপ করলে সেখানে আগের সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজারের বেশি দেখাচ্ছে। এছাড়া লাখ লাখ অনুসারী থাকা অনেক অ্যাকাউন্টে গিয়েও একই চিত্র দেখা গেছে।

নানা কারণে বর্তমানে ফেসবুকের কপালে শনির দশা চলছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর গত ১৮ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটে আছে। সংকট কাটাতেই তারা ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকেও বাদ পড়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

তবে কি ফেসবুক ইচ্ছা করেই ব্যবহারকারীদের ফলোয়ার সংখ্যা কমিয়েছে? কিংবা আয় বাড়াতে এটি ফেসবুকের প্রচারণার নতুন কোনো অংশ কি-না, সেটি সময়ই বলে দেবে।

Advertisement
Share.

Leave A Reply