fbpx

তলিয়ে গেছে হাওরের শতাধিক হেক্টরের ধান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সুনামগঞ্জে হাওরের শতাধিক হেক্টরে মেঘনা নদীর পানি ঢুকে বোরো ধানের জমি তলিয়ে গেছে। পানি এভাবে বাড়তে থাকালে প্রায় তিন হাজার হেক্টর বোরো জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সাতবিলা বেড়িবাঁধ গতকাল (রবিবার) সকালে ভেঙে হাওরে পানি ঢুকে যায়। এলাকাবাসী সর্বাত্মক চেষ্টা করেও শেষ রক্ষা করা যায়নি।

হাওরে পানি ঢোকার ফলে কৃষকরা আঁধাপাকা ধান কাটা শুরু করেছেন। ফসল রক্ষা বাঁধ না থাকায় গত দুইদিন ধরে নদীর পানি হাওরে ঢুকছে, বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

সুনামহঞ্জের লাখাইয়ে এ বছর বোরো ধানের আবাদ হয়েছে ১১ হাজার ২০০ হেক্টরে। এর মধ্যে শুধু লাখাই ইউনিয়নে হয়েছে ৩ হাজার ৪০০ হেক্টর। কিছু জমিতে ব্রি-২৮ জাতের ধান প্রায় ৬০ শতাংশ পেকেছে। তবে বেশিরভাগ জমির ধান অর্ধেকও পাকেনি। হাওরগুলোতে এখন ধানের শীষ ডুবুডুবু অবস্থায় আছে।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ৭০ হেক্টর বোরো জমি পুরোপুরিভাবে তলিয়ে গেছে বলে তারা তালিকা করেছে। তবে এভাবে পানি বাড়লে কমপক্ষে আরও ৫০০ হেক্টর জমি তলিয়ে যাবে বলে ধারণা করছেন তারা।

এছাড়া হাওরের সঙ্গে নদী সরাসরি যুক্ত হওয়ায় পানি বেশি ঢুকছে। হাওরের ধানের মধ্যে ৬০ শতাংশ পেকেছে। আঁধাপাকা প্রায় ৫০০ হেক্টর জমির ধান ঘরে তুলেছেন কৃষকরা। এখনও ৩ হাজার হেক্টর জমি তলিয়ে যাওয়ার ঝুঁকিতে। তবে কিছু ধান কাঁচা থাকতেই কৃষকদেরকে কাটার পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Advertisement
Share.

Leave A Reply