fbpx

তানিয়া চক্রবর্তীর দুই কবিতা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কলকাতার তরুণ কবি তানিয়া চক্রবর্তী। ২০১১ সালে ‘কবি সম্মেলন’ পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত হয় তার। প্রথম লেখা প্রকাশিত হয় ২০০৮ সালে ‘উনিশ-কুড়ি’ পত্রিকায়। বিবিএস বাংলার পাঠকদের জন্য থাকছে এই কবির নতুন দুটি কবিতা।

পিণ্ডি
আমরা সস্তা…আমরা লিখছি…
আমাদের আওয়াজ নেই
দুটো সস্তার কলমে
আমরা খুচরো….
আসুন আমাদের পিণ্ডি চটকে
পৃষ্ঠা সাজিয়ে পাঠকের হাতে তুলে দিন

আমার শনির লুটে খেতে আসা পিঁপড়ে
আমাদের ডাকতে হয় না আমরা চলে আসি…

আসুন বসুন …..
সস্তা মেধায় ভরে দিন ক্যানভাস
এভাবেই আজন্ম আমৃত্যু লিখে যাবে
কুকুরের ছানা, বিড়ালের ছানা

আ: আ: তু তু….
লিখে যা , লিখে যা, পিণ্ডি চটকে
গয়ায় বসে নৌকা বানা বোদ্ধা….

সমুদ্র আর তুমি

সমুদ্র আর তুমি
মিলেমিশে একটা গন্ধ আসছে নাকে

বসেছ তটে যেন প্রতিলিপি
তটের বুকে একাদের গল্প থাকে, জেনো,

তুমি মেশা গন্ধ তটের জন্ম ইতিহাস
ঘন রাতে হারিয়েছ বুঝি পথ!
যা হারিয়েছ তাই তো আসল পাওয়া…
যে আকাশ, রাস্তা, শব্দ ও জল
তোমার জামায়, চোখে, গালে, দাঁড়িতে লেগেছে
ওরা সবচেয়ে সরল নীরবতা
ঘাতে ঘাতে বাড়বে দেখো নমনীয় সুখ
বন্ধ তবে করে দিও চোখের দরজা,

যেন এক ভূমিকা ….
অথবা কোনো সময় বুদবুদ
তবু এ তট আজ তোমার, তোমাদের,
রাতের শিশু যেন পিপাসু মানবীর কাছে এসেছে,

যে নেয় সেই তো দেয়
দেওয়া- নেওয়া শুষে নিও

সমুদ্র আর তুমি
মিলেমিশে একটা স্বপ্ন ভাসছে মনে…

Advertisement
Share.

Leave A Reply