fbpx

তিউনিসিয়া উপকূলে অভিবাসী বোঝাই নৌকাডুবি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২০ জন মারা গেছেন। নৌকাটি অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির ল্যাম্পাডুসায় যাওয়ার চেষ্টা করছিলো। পথে তিউনিসিয়ার বন্দর নগরী সফ্যাক্সের সমুদ্র উপকূল থেকে প্রায় ৬ মাইল দূরে নৌকাটি ডুবে যায়। আলজাজিরা সূত্রে এ খবর পাওয়া গেছে।

তিউনিসিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা বৃহস্পতিবার এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপকূলরক্ষীরা ৫ জনকে উদ্ধার করেছে। তবে এখনও নিখোঁজ আছেন আরও ২০ জন। তাদের সন্ধানে অভিযান চলছে।

অতিরিক্ত যাত্রী বোঝাই, ও সাগরের প্রচণ্ড বাতাসের ধাক্কায় নৌকাটি ডুবে গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় নৌকাটিতে প্রায় ৪৫ জন আরোহী ছিলেন। এবং তারা সবাই আফ্রিকা অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সংঘাত, দারিদ্র থেকে বাঁচতে উন্নত জীবনের আশায় বহু মানুষই তিউনিসিয়ার বন্দরনগরী সফ্যাক্সে কাছের উপকূল থেকে ইউরোপের পথে পাড়ি জমায়।

তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত জানুয়ারি থেকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টার সময় ৮ হাজার ৫৮১ জনকে আটক করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply