fbpx

তিন দেশের কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জার্মান, সুইডেন ও পোল্যান্ডের তিন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৩ জানুয়ারি দেশটির বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির পক্ষে অবৈধভাবে বিক্ষোভে অংশ নিয়েছিলেন ওই কূটনৈতিকরা। এর জেরেই তাদের বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে মস্কো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

মস্কোর এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে জার্মান, সুইডেন ও পোল্যান্ড। নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও ইউরোপীয়ো ইউনিয়নও।

এদিকে, রাশিয়ার এমন দাবি নকচ করেছে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, সুইডেনের কূটনীতিক এ ধরনের কোনো বিক্ষোভে অংশ নেননি।

গত বছর আগস্টে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় চা পান করে অসুস্থ হয়ে কোমায় চলে যান পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সেই নাভালনি। এরপর জার্মানির বার্লিনে চিকিৎসা নিয়ে এ বছর ১৭ জানুয়ারি দেশে ফেরেন তিনি। তবে বিমান বন্দর থেকেই আটক হন সরকার বিরোধী এই নেতা।

Advertisement
Share.

Leave A Reply