fbpx

তিন মাসে ১২৫ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১০৭ শিশু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বছরের গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাসে সারা দেশে ১২৫ জন শিশু হত্যার শিকার হয়েছে। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছে ১০৭ শিশু। বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে ২২৮ জন। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ক্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) শিশু অধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সোমবার আসক কর্তৃক এক লিখিত বিবৃতির মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করে। সংস্থাটি দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও নিজস্ব তথ্য অনুসন্ধানের মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই তিন মাসে হত্যার শিকার ১২৫ জনের মধ্যে ৫৩ জনের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে, এরপর রয়েছে শূন্য থেকে ৬ বছরের মধ্যে ৩২ জন, ৭ থেকে ১২ বছরের মধ্যে রয়েছে ২৬ জন। এছাড়া ১৪ জনের বয়সের উল্লেখ নেই।

একই সময় দেশের বিভিন্ন স্থানে মোট ২২৮ জন বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১০৯ জনের বয়স উল্লেখ নেই। ৫৮ জনের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে, ৪৩ জনের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে এবং ১৮ জনের বয়স শূন্য থেকে ৬ বছর।

প্রতিবেদনে আসক জানায়, গত তিন মাসে ১০৭ জন শিশু ধর্ষণের শিকার হয়। এর মধ্যে ৯১ জন মেয়ে শিশু এবং বাকি ১৬ জন ছেলে শিশু।

একই সময় ২৫ জন শিশু যৌন হয়রানির শিকার হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে আসক।

Advertisement
Share.

Leave A Reply