fbpx

তৃতীয় দফায় এইচ৩ রকেট উৎক্ষেপণে সফল হলো জাপান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তৃতীয় দফায় সফলভাবে নতুন প্রজন্মের এইচ-৩ রকেট উৎক্ষেপণ করেছে জাপান।  শনিবার (১৭ ফেব্রুয়ারি) কাগোশিমা প্রিফেকচারের তানেগাশিমার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপের তানেগাশিমা মহাকাশকেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, এই উৎক্ষেপণের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো মহাকাশে রকেট পাঠানোর রেকর্ড উঠেছে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) ঝুলিতে। এর আগে, গত মাসে চাঁদে ল্যান্ডার এসএলআইএম পাঠিয়েছিল সংস্থাটি।

এর আগে দুইবার টোকিও’র এ রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়। এ জন্য তাদেরকে কয়েক বছর ধরে অপেক্ষা করতে হয়।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) কর্মকর্তা এএফপি’কে বলেন, এইচ৩ রকেট ‘কক্ষপথে স্থাপন করা হয়েছে।’

জেএএক্সএ এবং মিতসুবিশি হেভি ইন্ড্রাস্টির যৌথভাবে তৈরি করা এইচ৩ রকেট হলো এইচ-২এ লঞ্চ সিস্টেমের উত্তরসূরী যা ২০০১ সালে উদ্ভাবন করা হয়।

৬৩ মিটার (২৯৭ ফুট) দৈর্ঘ্যের এইচ-৩ রকেটটি মহাকাশে ৬.৫ টন ওজন বহন করতে সক্ষম। এর সহজ কাঠামো ও অটোমোবাইল-গ্রেড ইলেকট্রনিক্সের কারণে প্রতি উৎক্ষেপণে খরচ কমিয়ে ৫০০ কোটি ইয়েন বা ৩ কোটি ৩০ লাখ ডলার পর্যন্ত আনা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply