fbpx

থাইল্যান্ডে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে পুলিশের বাধা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি সেনা ঘাঁটির কাছে বিক্ষোভ করেছে হাজারো গনতন্ত্রপন্থীরা। রবিবার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বিক্ষোভে জলকামান ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে আহত হয়েছে অন্তত ১৬ জন বিক্ষোভকারী। সংবাদ মাধ্যম আল-জাজিরা এ খবর নিশ্চিত করেছে।

পুলিশি বাধার মুখে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরাও। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে বোতল ছোড়ে ও ব্যারিকেট ভেঙ্গে সামনে যাওয়ার চেষ্টা চালায়।

আন্দোলনকারীরা রাজা মাহা ভাজিরালংকর্নের নিয়ন্ত্রিত ওই ঘাঁটিতে থাকা সেনাবাহিনীর ইউনিটের প্রত্যক্ষ কর্তৃত্ব ছেড়ে দেওয়ার দাবি জানান। একই সাথে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধেরও প্রতিবাদ জানান তারা।

২০১৯ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা সেনাবাহিনীর যে ইউনিটগুলোর কর্তৃত্ব রাজার কাছে হস্তান্তর করেছিলেন এই ঘাঁটি তার মধ্যে একটি।

গেল বছর প্রধানমন্ত্রী প্রায়ুথের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে তরুণরা। তারা রাজতন্ত্রের সংস্কার চেয়ে দীর্ঘদিন ধরে বিরাজমান নিষেধের সংস্কৃতি ভেঙে ফেলেন।

দেশটিতে প্রকাশ্যে রাজার সমালোচনা করা বেআইনি। রাজার সামালোচনা করলে আইন অনুযায়ি সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এই আইন বাতিলের দাবিতেই এক বছর ধরে আন্দোলন চালিয়ে আসছেন তরুণরা।

Advertisement
Share.

Leave A Reply