fbpx

থানায় অস্ত্র জমা দিলেন মুরাদ ও তার স্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও তাঁর স্ত্রী চিকিৎসক জাহানারা এহসান রাজধানীর ধানমন্ডি থানায় এসে নিজেদের লাইসেন্স করা তিনটি অস্ত্র জমা দিয়েছেন। গতকাল শনিবার বিকেলে গুলিসহ একটি বিদেশি পিস্তল ও দুটি শটগান জমা দেন তাঁরা।

পুলিশ বলছে, গত বৃহস্পতিবার মুরাদ হাসানের বিরুদ্ধে তাঁর স্ত্রী শারীরিক-মানসিক নির্যাতন, মারধর ও হত্যার হুমকির অভিযোগ করে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেন। এর আগে স্বামীর  নির্যাতন ও প্রাণনাশের হুমকি পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতেই অস্ত্রগুলো জমা দিয়েছেন তাঁরা।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া জানান, মুরাদ হাসান লাইসেন্স করা গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি শটগান থানায় জমা দিয়েছেন। আরেকটি শটগান তাঁর স্ত্রী জমা দিয়েছেন। লাইসেন্স করা অস্ত্র যে কেউ যেকোনো সময় থানায় জমা রাখতে পারেন।

জিডির তদন্তের অগ্রগতি প্রসঙ্গে ওসি বলেন, জিডির তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আদালত থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

Advertisement
Share.

Leave A Reply