fbpx

দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৩৯৮ জনের প্রাণহানি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দক্ষিণ আফ্রিকায় বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৯৮ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ২৭ জন। তাদের উদ্ধারে কোয়াজুলু- নাটাল প্রদেশে উদ্ধার অভিযান চলছে।

এই প্রদেশে এখনও ভারী বৃষ্টি হচ্ছে। এতে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই দূর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০ হাজার মানুষ। বাড়ি-ঘর ডুবে যাওয়ায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন হাজারো মানুষ।

এর মধ্যেই পূর্বাঞ্চলে আরও বেশি বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এ অবস্থায় দক্ষিণ-পূর্বাঞ্চলের কোয়াজুলু-নাটাল প্রদেশে জরুরি সেবা বিভাগকে উচ্চমাত্রায় সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এই সপ্তাহের শুরুতেই দেশটির উপকূলীয় শহর ডারবানে বন্যা দেখা দেয়।

Advertisement
Share.

Leave A Reply