fbpx

দাম বাড়ল জেট ফুয়েলের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম ১১২ টাকা থেকে ৬ টাকা বাড়িয়ে ১১৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিপিসি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে এ দাম কার্যকর হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক গন্তব্যের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম দশমিক ৯০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

গত ২০ জানুয়ারি জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ গন্তব্যের জন্য ১১২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে জেট ফুয়েলের দাম ছিল ১২৫ টাকা, অক্টোবরে ৫ টাকা বেড়ে হয় ১৩০ টাকা। তবে নভেম্বরে ৫ টাকা কমিয়ে ১২৫ টাকা আর ডিসেম্বরে ৪ টাকা কমিয়ে ১২১ টাকা করা হয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply