fbpx

দিল্লিতে হাসিনা-মোদি বৈঠক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে বিশেষ আমন্ত্রিত হিসেবে দিল্লিতে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগতিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুক্রবার সন্ধ্যায় দীর্ঘ বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে দীর্ঘ দেড় ঘন্টা ধরে চলেছে ওই বৈঠক।

দিল্লিতে হাসিনা-মোদি বৈঠক

বৈঠক বিষয়ে মাইক্রোব্লগিং সাইট এক্সে ছবিসহ পোস্ট করেন নরেন্দ্র মোদি। লিখেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।”

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনও সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কোন আলোচনা হয়নি বলে দাবি করেন পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন। পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, হাসিনা-মোদি বৈঠকে তিস্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। তবে, বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। কিছুক্ষণ তারা একান্তে আলোচনা করেছেন।

এর আগে মোদির আমন্ত্রণে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার দুপুরে নয়াদিল্লিতে পৌঁছান শেখ হাসিনা। এরপর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠকটি শুরু হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এটাই হয়ত শেষ আনুষ্ঠানিক বৈঠক। দ্বিপক্ষীয় বৈঠকটি ‘খুব গুরুত্বপূর্ণ’ বলে আগাম মন্তব্য করেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও জি-২০ আয়োজনের প্রধান সমন্বয়কারী হর্ষ বর্ধন শ্রিংলা। শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মনে রাখা দরকার খুব ঘনিষ্ঠ ও বন্ধুসুলভ প্রতিবেশী হিসেবে আমরা জি-২০ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।

Advertisement
Share.

Leave A Reply