fbpx

দুই মেয়েকে নিয়ে বিদেশ যেতে পারবে না জাপানি মা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দুই কন্যা শিশুকে নিয়ে জাপানি মা আপাতত বিদেশ যেতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আদালত। এই সময়ের মধ্যে যে যেখানে যেভাবে আছে সেভাবেই (স্ট্যাটাসকো) থাকবে। একইসঙ্গে দুই শিশুর হেফাজত ও অভিভাবকত্ব চেয়ে বাবা ইমরান শরীফের আপিল তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৯ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে শিশুদের বাবার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আকতার ইমাম। আর মায়ের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আজমালুল হোসেন কিউসি।

দুই মেয়ের হেফাজত ও অভিভাবকত্ব চেয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ঢাকার পারিবারিক আদালতে মামলা করেন বাবা ইমরান শরীফ। মামলায় বাদীপক্ষের তিনজন আদালতে সাক্ষ্য দেন। বিবাদীপক্ষে সাক্ষ্য দেন জাপানি মা এরিকো।

বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান ও জাপানি নাগরিক এরিকো ২০০৮ সালের ১১ জুলাই বিয়ে করেন। তাদের তিনটি কন্যা সন্তান আছে। ২০২১ সালের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন ইমরান। একই বছরের ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। ছোট মেয়ে জাপানে আছে।

Advertisement
Share.

Leave A Reply