fbpx

দেশের চার বিভাগে বৃষ্টি হতে পারে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ। একটু স্বস্তির জন্য সকলেই অপেক্ষা করছে বৃষ্টির। কারণ বৃষ্টি হলেই কিছুটা কমতে পারে তাপদাহ। দেশের বেশিরভাগ অঞ্চলেই দেখা মিলছে না বৃষ্টির। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের চার বিভাগে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান শনিবার (৩ জুন) আবহাওয়া পূর্বাভাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা  খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু যায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, দিনাজপুর ও  নীলফামারী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ও বরিশাল বিভাগসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

আগামী তিন দিনে সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

Advertisement
Share.

Leave A Reply