fbpx

দেশের নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রজ্ঞাপন জারি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। আজ সোমবার বিকেলে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতি পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আজ দুপুরে মনোনয়ন পরীক্ষা শেষে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এর কয়েক ঘণ্টা পর এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলো।

রাষ্ট্রপতি নির্বাচন আইনের ৭ ধারা অনুযায়ী মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা হয়। ওই ধারায় বলা আছে, মনোনয়নপত্র পরীক্ষার পর মাত্র একজনের মনোনয়ন বৈধ থাকলে নির্বাচন কমিশনার উক্ত ব্যক্তিকে নির্বাচিত বলে ঘোষণা করবেন।

রাষ্ট্রপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন মো. সাহাবুদ্দিন। ক্ষমতাসীন আওয়ামী লীগ তাঁকে এই পদে মনোনয়ন দেয়। নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ ছিল মনোনয়নপত্র পরীক্ষার দিন। একক প্রার্থী মো. সাহাবুদ্দিনের মনোনয়নপত্র বৈধ বিবেচিত হওয়ায় মনোনয়নপত্র পরীক্ষা শেষে তাঁকে নির্বাচিত ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

Advertisement
Share.

Leave A Reply