fbpx

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ২৮ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানায়। আগামীকাল শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।

২৯ জুলাই থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে ৮১ হাজার ২৯৮ টাকা লাগবে। একদিনের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৭৭ হাজার ৫৬৬ টাকা ও ১৮ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়াবে ৬৬ হাজার ৪৮৪ টাকা। তবে হলমার্ক ছাড়া সনাতনী স্বর্ণ প্রতি ভরির দাম ৫৫ হাজার ১৭১ টাকা।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ৭৮ হাজার ৫৫৭ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৭৫ হাজার টাকা ও ১৮ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিল ৬৪ হাজার ২৬৯ টাকা।

রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা এবং সনাতনী রুপার দাম ৯৩৩ টাকা।

Advertisement
Share.

Leave A Reply